গাজীপুরে পাঁচ ‘জঙ্গি’ গ্রেপ্তার

গাজীপুরে জয়দেবপুরের বনগ্রাম কুচপাড়া শালবন এলাকা থেকে পেট্রলবোমা, ককটেল, ধারালো অস্ত্রসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা একটি জঙ্গি দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ। আজ বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সাতুটা গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন—মো. হারুন মিয়া, মো. হোসেন, দীন ইসলাম ও মো. আবদুল হান্নান। অন্যজন হলেন বগুড়ার তানভিরুল হক সজল।
পুলিশ সুপার জানান, গত রাত সাড়ে ১১টার দিকে জয়দেবপুরের বনগ্রাম কুচপাড়া শালবন এলাকার জঙ্গলে ১০-১৫ সন্ত্রাসী ও ‘জঙ্গি’ সদস্য নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য গোপন বৈঠক করছে বলে খবর আসে পুলিশের কাছে। এর ভিত্তিতে জেলা পুলিশের স্পেশাল টাস্ক গ্রুপ (এসটিজি) সেখানে অভিযান চালায়। এ সময় পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যায়।
গ্রেপ্তার জঙ্গিদের কাছ থেকে ছয়টি পেট্রলবোমা, পাঁচটি ককটেল, ধারালো ছোরা, চাপাতি, দুটি পতাকা ও বিভিন্ন ধরনের বই উদ্ধার করা হয়।