গাজীপুরে ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত

গাজীপুরে উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম বিল্লাল হাজি (৫২)।
আজ বুধবার ভোরে ঢাকা বাইপাস সড়কের গাজীপুরের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিল্লালের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার চরকেতনপাড়া এলাকায়।
নাওজোর হাইওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, বগুড়া থেকে ময়দার বস্তাবোঝাই একটি ট্রাক চট্টগ্রাম যাচ্ছিল। ওই ময়দার বস্তার ওপরে বসেছিলেন মুরগি ব্যবসায়ী বিল্লাল হাজি। পথে ধীরাশ্রম এলাকায় ট্রাকটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাক ও বস্তার নিচে চাপা পড়েন ব্যবসায়ী বিল্লাল। সকালে খবর পেয়ে ট্রাক ও বস্তা সরিয়ে মরদেহ উদ্ধার করা হয়।