খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। আজ বৃহস্পতিবার সকাল থেকে তিন দিনব্যাপী এই ভর্তি পরীক্ষা শুরু হয়।
ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত শিক্ষার্থীদের নিরাপত্তায় ও যানজট নিরাসনে গল্লামারী থেকে জিরোপয়েন্ট পর্যন্ত সড়কে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে গাড়ি পার্কিংয়ের জন্য জিরোপয়েন্ট ও এর আশপাশের এলাকা ব্যবহার করতে বলা হয়েছে। এ সময় এই সড়ক ব্যবহারকারী যানবাহনগুলোকে বিকল্প পথ হিসেবে সোনাডাঙ্গা থেকে রূপসা সংযোগ সড়ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া সড়কের দুই পাশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের অপেক্ষার জন্য শামিয়ানা টাঙিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্ষ অধ্যাপক ড. ফায়েকুজ্জামান জানান, ভর্তি পরীক্ষায় স্থান সংকুলান না হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্র ছাড়াও রূপসার কেসিসি উইমেন্স কলেজ, রেভারেন্ড পলস ও হোপ পলিটেকনিক অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট, গল্লামারীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ উপকেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আজ সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত জীববিজ্ঞান স্কুলের এবং বিকেল ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা হবে।
আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের এবং বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত সমাজবিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার শেষ দিন আগামী ৫ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের এবং বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত আইন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।