গাজীপুরে জেলহত্যা দিবস পালিত

গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জেলহত্যা দিবস। ছবি : এনটিভি
নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালন করছে গাজীপুর জেলা আওয়ামী লীগ।
১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ তাজউদ্দীন আহমদসহ জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে গুলি করে হত্যা করে ঘাতকরা।
সকালে কোরআনখানি, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, আলোকচিত্র প্রদর্শনী এবং রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতীয় চার নেতাকে।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এসব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেখানে গাজীপুরের কৃতী সন্তান শহীদ তাজউদ্দীন আহমদের বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ ছাড়া বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে গাজীপুরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।