শিল্পী আবদুল গফুর হালি অসুস্থ হয়ে হাসপাতালে

চট্টগ্রামের আঞ্চলিক ও মরমি গানের শিল্পী, প্রায় দুই হাজার গানের রচয়িতা ও গীতিকার আবদুল গফুর হালি অসুস্থ হয়ে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার রাতে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হবে।
চট্টগ্রামের আঞ্চলিক গানের বেশির ভাগই আবদুল গফুর হালির লেখা। শিল্পীর চিকিৎসায় এগিয়ে এসেছে চট্টগ্রাম জেলা পরিষদ।
আজ দুপুরে নগরীর মাউন্ট হাসপাতালে শিল্পী গফুর হালিকে দেখতে যান চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী রঞ্জন অধিকারী ও পরিষদের সচিব শাব্বির আহমদ উপস্থিত ছিলেন।
পরে শিল্পীর হাতে জেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদানের চেক তুলে দেন এম এ সালাম। টানা ৬০ বছর ধরে সংগীত সাধনা করা এ শিল্পী প্রায় দুই হাজার গান লিখেছেন। তাঁর শিষ্য শেফালী ঘোষ একুশে পদকসহ বিভিন্ন পদকে ভূষিত হলেও জীবন সায়াহ্নে গফুর হালি ভুগছেন অর্থ কষ্টে।