ঝালকাঠিতে কলেজছাত্র মেজবা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে কলেজছাত্র গোলাম মাওলা মেজবার হত্যাকারী বাসচালকের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এতে মেজবার সহপাঠী ও এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, ঝালকাঠি মানবাধিকার কমিশনের সভাপতি আবু সাঈদ খান, সাংবাদিক পলাশ রায়, ছাত্রলীগ সভাপতি সফিকুল ইসলাম, নিহত মেজবার ভাই মো. জুয়েল প্রমুখ।
মানববন্ধন থেকে মেজবার ঘাতক বাসচালকের বিচার এবং মালিক সমিতির প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হয়। এ ছাড়া ‘সড়কে প্রশান্তি, সড়কে নিরাপদ হোক প্রাণ’ এ দাবিও উঠে আসে মানববন্ধনে।
গত ২৭ অক্টোবর ঝালকাঠি-রাজাপুর সড়কে ঐশী পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান গোলাম মাওলা মেজবা। তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের সদস্য ও বরিশাল ব্রজমোহন কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।