চুয়াডাঙ্গায় উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

ছবি : এনটিভি
চুয়াডাঙ্গা সদর উপজেলায় উত্ত্যক্তের দায়ে এক যুবককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভীমরুল্লা মহল্লার বাসিন্দা তরিকুল ইসলাম বাবু (২১) নামে ওই যুবককে দণ্ডাদেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম কে এম মামুন উজ জামান।
আদেশের পর তরিকুলকে কারাগারে পাঠানো হয়েছে।
ইউএনও কে এম মামুন উজ জামান বলেন, ভীমরুল্লা গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর অভিভাবক তরিকুলের বিরুদ্ধে উত্ত্যক্তের অভিযোগ আনেন। বিকেলে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে ভীমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রীর উপস্থিতিতে তরিকুল আদালতের কাছে অভিযোগ স্বীকার করেন।
পরে দণ্ডবিধির ৫০৯ ধারায় তরিকুলকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ইউএনও।