৬ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবন্ধী শ্রমিক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামাল নামের শারীরিক প্রতিবন্ধী এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
টঙ্গী মডেল থানার পুলিশ জানায়, ধর্ষণের শিকার শিশুর বাবা রিকশা চালান। মা পোশাক কারখানায় চাকরি করেন। ৩১ অক্টোবর সন্ধ্যায় তাঁরা দুজনই বাড়ির বাইরে ছিলেন। সন্ধ্যায় এক পা হারানো জামাল লাঠি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে শিশুদের বাসায় যান। তিনি শিশুটিকে বাড়ির পাশের রিকশা গ্যারেজে নিয়ে ধর্ষণ করেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর গতকাল রাতে টঙ্গী থানায় মামলা করেন শিশুটির বাবা। মামলা হওয়ার পর পুলিশ আজ বৃহস্পতিবার সকালে আসামি জামালকে গ্রেপ্তার করে। জামাল ওই রিকশা গ্যারেজেই থেকে কাজ করতেন।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এনটিভি অনলাইনকে বলেন, ‘ধর্ষণের ঘটনা জানার পর তদন্ত করে জানতে পারি, ঘটনা সত্য। পঙ্গু জামালকে আটক করেছি। এ ব্যাপারে মামলা হয়েছে।’