বাগেরহাটের দুই ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ ঘোষণা

‘বাল্যবিবাহ বন্ধ করি, সুন্দর সমাজ ও দেশ গড়ি’—এই স্লোগান নিয়ে বাগেরহাটের দুটি ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার গেটে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বাল্যবিবাহ বন্ধের ঘোষণাপত্রে স্বাক্ষর দিয়ে এ ঘোষণা দেন।
বাগেরহাটের ষাটগুম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জিয়াউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ নজরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন প্রমুখ।
আলোচনা সভা শেষে বাগেরহাটের ষাটগুম্বজ ইউনিয়ন ও কাড়াপাড়া ইউনিয়ন থেকে সব ধরনের বাল্যবিবাহ বন্ধ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ওই দুই ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকরা উপস্থিত ছিলেন।