শরীয়তপুরে ১০ টাকার চালে অনিয়ম, চার ডিলার কারাগারে

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে শরীয়তপুর সদর উপজেলার চার ডিলারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার বিকেলে দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এস এম সাজ্জাদ হোসেন নেতৃত্বে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন- শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ডিলার দবির উদ্দিন তালুকদার, ফিরুজ খান, মাহমুদপুর ইউনিয়নের ডিলার আলী হোসেন ও রুদ্রকর ইউনিয়নের ডিলার শহীদুল শিকদার। ডিলারদের অনিয়মের অভিযোগে গত মাসে তাঁদের ডিলারশিপ বাতিল করেছিল শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন।
চার ডিলারকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে সন্ধ্যা সাড়ে ৬টায় পালং মডেল থানায় আনা হয়। তাঁদের পালং মডেল থানা পুলিশের সহায়তার আদালতে পাঠানো হয়।
দুদকের সহকারী পরিচালক এস এম সাজ্জাদ হোসেন বলেন, খাদ্যবান্ধব কর্মসূটির চাল মাপে কম দেওয়া, হতদরিদ্রদের মাঝে চাল বিক্রি না করে বেশি দামে বাইরে বিক্রি করার অভিযোগে চারজন ডিলারকে গ্রেপ্তার করা হয়। আজ রাতে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।