বাহুবলে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তারের দাবি ডিবির

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নে ডাকাতির প্রস্তুতির সময় আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার ভোররাতে ইউনিয়নের মহাশয়ের বাজার কাছে রেলক্রসিং থেকে
দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন জামাল মিয়া (৩০) ও মোশাহিদ মিয়া (২৭)।
হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মরত (ওসি) আজমীরুজ্জামান হোসেন জানান, মহাশয়ের বাজারে অভিযান চালিয়ে দুই ডাকাত গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি পাইপগান, একটি গুলি, চারটি রামদা, তিনটি ছুরি ও একটি কুড়ালসহ জব্দ করা হয়। এ সময় অন্য সহযোগীরা পালিয়ে যায়। জামাল মিয়ার বাড়ি উপজেলার নোয়াগাঁও এবং মোশাহিদ মিয়ার একই উপজেলার দত্তপাড়া গ্রামে।
পুলিশ জানায়, জামাল মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১০টি ডাকাতির মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও একাধিক মামলা রয়েছে। পুলিশ তাঁকে দীর্ঘদিন ধরে খুঁজছিল।