গাজীপুরে যুবক গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

গাজীপুরে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর কাছ থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা হাজী পুকুরের সড়কের মুখ থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রাজীব হোসেন (২২) গাজীপুর সিটি করপোরেশনের শরিফপুর পূর্বাচল (রডমিল রোড) এলাকার বাসিন্দা।
র্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বেব সদস্যরা ছয়দানা এলাকা থেকে রাজীবকে গ্রেপ্তার করেন। এ সময় সেখানে থাকা রাজীবের সহকর্মীরা পালিয়ে যায়।
র্যাব আরো জানিয়েছে, রাজীব ও তাঁর সঙ্গীরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।