হিন্দুদের মন্দির-বাড়িতে হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে মন্দির, হিন্দুদের বাড়িঘরে হামলা ও শিশু পূজাকে পাশবিক নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে শহর পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ মন্দির একাত্মতা প্রকাশ করে।
মানববন্ধন সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ সূর্য্যকান্ত দাস, সাধারণ সম্পাদক দীপক সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অহিভূষণ চক্রবর্তী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ সাহা, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম মোদক, সাধারণ সম্পাদক বিনয় সাহা প্রমুখ।
বক্তারা বলেন, একটি চক্র বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করতে একের পর এক সংখ্যালঘু নির্যাতন করছে। তারা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুর, মাগুরাসহ দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দিরের প্রতিমা ভাঙচুর, লুটপাট ও হামলা চালাচ্ছে। এমনকি শিশু মেয়ে পূজাকে পাশবিক নির্যাতন ও ধর্ষণ করা হয়েছে। কিন্তু সরকার এ সব সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ। তাই বর্তমানে হিন্দুসহ সব সংখ্যালগু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। যদি সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে।
গত রোববার নাসিরনগরে প্রায় ১৫টি মন্দির ও ৬০-৭০টি হিন্দু বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এরই পাঁচদিন পর গতকাল বৃহস্পতিবার রাতে আবারও হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।