চুয়াডাঙ্গায় জেলা কমিউনিটি পুলিশিং সম্মেলন অনুষ্ঠিত

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানে চুয়াডাঙ্গায় জেলা কমিউনিটি পুলিশিং সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি এই সম্মেলনের আয়োজন করে।
জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিলের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মো. মনিরুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আলহাজ আলী আজগার টগর। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. রশীদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।
অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশিং কমিটির প্রধান সমন্বয়কারী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলী আজগার টগর বলেন, ২০০৮ সালের নির্বাচনের সময় আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে যেসব অঙ্গীকার করেছিল, তা পূরণ করে চলেছে। এরই মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে বই, ১০ টাকা কেজি চাল ও রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে। তখন দেশে কুচক্রীমহল জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের নামে দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশিং কমিটি খুবই ভালো উদ্যোগ। আপনারা এই কাজে শরিক হবেন।