গাজীপুরে কাভার্ডের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের জয়দেবপুরে কাভার্ড ভ্যানচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
আজ শনিবার দুপুরে জয়দেবপুর-পুবাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হোসেন (২৪) গাজীপুর মহানগরের বিলাসপুর এলাকার আবুল কালামের ছেলে। তিনি নীলের পাড়া এলাকায় বাঙালগাছ এলাকায় তাঁর নানি মালেকা খাতুনের সঙ্গে বসবাস করতেন।
দুর্ঘটনায় গুরুতর আহত মহানগরের ছায়াবীথি এলাকার সবুজ মিয়ার ছেলে নাজমুল (২০) এবং রমজান আলীর ছেলে জনিকে (১৮) ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, সেভেন রিং কোম্পানির একটি কাভার্ডভ্যান সিমেন্ট বোঝাই করে জয়দেপুর-পুবাইল রাস্তা দিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। ওই সড়কের নীলের পাড়া মোড় এলাকায় ক্যাভার্ডভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেলের তিন আরোহীই গুরুতর আহত হয়।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানের চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন সেখানে চিকিৎসাধীন।
খবর পেয়ে পুলিশ কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানান এসআই।