কাজ না থাকাতেই মানুষ সাগর পাড়ি দিচ্ছে : বিএনপি
দেশে সঠিক কর্মসংস্থান না থাকায় হাজার হাজার বাংলাদেশি জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের উদ্দেশে সাগর পাড়ি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।
urgentPhoto
সরকার সময়মতো সঠিক পদক্ষপে না নেওয়ার কারণে অভিবাসন সমস্যা প্রকট আকার ধারণ করেছে উল্লেখ করে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন বলেন, ‘গত কয়েকদিন ধরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড অভিমুখের অভিবাসীরা সাগরবক্ষে ভাসছেন। ক্ষুধার জ্বালায় তাঁরা মারা যাচ্ছেন। এই বিষয়টি এখন আন্তর্জাতিক রূপ নিয়েছে। যার ফলে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।’
এ ব্যাপারে সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট দেশে বাংলাদেশের কূটনীতিকদের ভূমিকা কী তাঁর ব্যাখ্যা চান বিএনপি নেতা। সংবাদ সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনকে অকার্যকর উল্লেখ করে তা পুনর্গঠনের দাবি জানান আসাদুজ্জামান রিপন।