কাল শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সচিবপর্যায়ে বৈঠক

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যসচিব পর্যায়ের দুদিনব্যাপী বৈঠক আগামীকাল রোববার ঢাকায় শুরু হচ্ছে।
এ জন্য ভারতের বাণিজ্য ও শিল্পসচিব রাজীব খেরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ঢাকায় আসার কথা রয়েছে। আজ শনিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা বাসস।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, স্থল শুল্কস্টেশন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি নবায়ন, সীমান্ত হাট ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।