জামালপুরে হাত বাঁধা অবস্থায় মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর থেকে এক মাদ্রাসাছাত্রীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় রাবিয়া খাতুন অনিতা নামের ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
নিহত রাবিয়া খাতুন অনিতা (১৬) বকশীগঞ্জ উপজেলার আবদুল লতিফের মেয়ে। সে দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামে তার নানা বদিউজ্জামানের বাড়িতে থেকে পড়ালেখা করত।
স্থানীয় লোকজন জানান, মাদারের চর গ্রামের ব্রহ্মপুত্র নদের তীরে হাত বাঁধা অবস্থায় মাদারের চর দাখিল মাদ্রাসার দাখিল শ্রেণির ছাত্রী রাবিয়া খাতুন অনিতার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আসলাম হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রাবেয়া খাতুন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।