গুলশান হামলার চার ‘অস্ত্র সরবরাহকারী’ কারাগারে

রাজধানী গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় চালানো হামলায় ‘অস্ত্র সরবরাহকারী জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে’ কারাগারে পাঠিয়েছেন আদালত।
তিনদিনের রিমান্ড শেষে আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আসামিদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। তিনি তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই চার জেএমবি সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এই চারজন হলেন মো. আবু তাহের (৩৭), মিজানুর রহমান (৩৪), মো. সেলিম মিয়া (৪৫) ও তৌফিকুল ইসলাম ওরফে ডা. তৌফিক (৩২)।
এর আগে গত ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এই চারজনকে তিনদিনের রিমান্ডের আদেশ দেন। আজ রিমান্ড শেষ হলে তাঁদের আদালতে হাজির করা হয়।
৩ নভেম্বর রাত ৯টায় রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে চার জঙ্গিকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৭৮৭টি গ্রেনেড তৈরির উপকরণ ডেটোনেটর এবং একটি নাইন এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।