‘জাসদের ইন্ধনে সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে আ. লীগের নেতাকর্মীরা’

জাতীয় চার নেতা হত্যাসহ গণবাহিনী গঠনের মাধ্যমে দেশের হাজার হাজার মানুষ হত্যার জন্য জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) দায়ী করেছে বিএনপি।
আজ সোমবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর নসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এ অভিযোগ করেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, জাসদ নেতাদের ইন্ধনে সরকার এখন দেশ থেকে সংখ্যালঘুদের বিতাড়িত করার চেষ্টা করছে।
নিজের বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, মুক্তিযুদ্ধের পর দেশে গণবাহিনী প্রতিষ্ঠা করে জাসদ সদস্যরা হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। চার নেতাকে হত্যা করে মিথ্যা তথ্য দিয়ে এর সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা করেছে জাসদ। আর এখন তাঁদেরই ইন্ধনে আওয়ামী লীগ ও তাঁদের নেতাকর্মীরা সংখ্যালঘুদের সম্পত্তি দখল করতে তাদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে।
এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে যোগ দেন। নগরীর লালদীঘিসহ পাঁচটি স্থানে জনসভার অনুমতি না পাওয়াকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ষড়যন্ত্র ও চট্টগ্রাম এলে তাঁকে প্রতিহত করার ঘোষণাও দেন বিএনপির নেতাকর্মীরা।
এ সমাবেশে সাবেক সংসদ সদস্য রোজী কবির, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহাবুবুর রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুবদলের কেন্দ্রীয় নেতা ইয়াছিন চৌধুরী লিটন, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ বক্তব্য দেন।