সোনালী ব্যাংক থেকে সরবরাহ করা বান্ডিলে জাল নোট

ঝালকাঠির নলছিটি উপজেলার সোনালী ব্যাংক থেকে একজন গ্রাহককে এক হাজার টাকার একটি জাল নোট সরবরাহ করা হয়েছে। সোমবার দুপুরে ঘটনাটি প্রকাশ পেলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে ব্যাংকের ব্যবস্থাপক ওই জাল নোটটি পরিবর্তন করে দেন।
জানা যায়, গত ২ নভেম্বর শহরের কলবাড়ি এলাকার গাছ ব্যবসায়ী মো. কবির হোসেন নলছিটি শাখা সোনালী ব্যাংকে নিজের ব্যবহৃত হিসাব নম্বর থেকে চেকের মাধ্যমে এক লাখ টাকা তোলেন। ওই সময় তিনি টাকাগুলো গুনে নিলেও জাল নোট ধরতে পারেননি। আজ দুপুরে তিনি একই উপজেলার পূবালী ব্যাংক শাখায় অন্য একটি হিসাব নম্বরে এক লাখ টাকার ওই বান্ডিলটি জমা দেন। এ সময় পূবালী ব্যাংক কর্তৃপক্ষ টাকাগুলো যাচাই করতে গিয়ে বান্ডিলে এক হাজার টাকার একটি নোট জাল দেখতে পায়। পরে কবির হোসেন বান্ডিলটি নিয়ে সোনালী ব্যাংকের ওই শাখায় যান। ব্যাংক কর্তৃপক্ষের কাছে তিনি জাল টাকা সরবরাহের অভিযোগ করেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. কেফায়েত উল্লাহ জাল এক হাজার টাকার নোটটি ওই গ্রাহকের কাছ থেকে ফেরত নিয়ে নতুন একটি নোট দেন।
ব্যবসায়ী কবির হোসেন বলেন, ‘আমি গাছের ব্যবসা করি। নলছিটির সোনালী ব্যাংক শাখা থেকে মাঝে মাঝেই টাকা লেনদেন করি। কিন্তু গত বুধবার এক লাখ টাকার বান্ডিলের মধ্যে একটি জাল নোট ওই ব্যাংক থেকে দেওয়া হলেও আমি বিষয়টি বুঝতে পারিনি। পরে টাকার বান্ডিলটি পূবালী ব্যাংকে জমা দিলে জাল নোটটি ধরা পড়ে।’
নলছিটি শাখার সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. কেফায়েত উল্লাহ বলেন, ‘একটি বান্ডিলের ভেতরে ভুলবশত একটি জাল নোট ঢুকে যায়। পরে বিষয়টি আমাদের নজরে আসলে ওই গ্রাহককে টাকাটি পরিবর্তন করে দেওয়া হয়।’
তবে জাল টাকাটি বান্ডিলে কীভাবে এলো- এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান ওই ব্যাংক কর্মকর্তা।