জামালপুরে নিজের বাড়িতে মিলল নারীর ঝুলন্ত লাশ
জামালপুর থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বকশীগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম জাহানারা বেগম (৪৫)। তিনি বকশীগঞ্জের মাঝপাড়া এলাকার জহুরুল হকের স্ত্রী।
এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নিহত জাহানারা বেগমের ছেলে আবদুল আজিজ ও তাঁর স্ত্রী শাহিদা বেগমকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে নিজ বসতঘরে ঝুলন্ত অবস্থায় জাহানারা বেগমের লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে।
এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বলা যাবে বলে জানান ওসি। এ ছাড়া বিস্তারিত জানতে নিহতের ছেলে ও ছেলের স্ত্রীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।