জাতীয় উন্নয়নে দরকার সমুদ্র নিরাপত্তা : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাইরের দেশের সঙ্গে ৯০ ভাগেরও বেশি বাণিজ্য পরিচালিত হচ্ছে সমুদ্রপথে। তাই জাতীয় অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজন সমুদ্র এলাকায় নিরাপত্তা।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর সর্ববৃহৎ ঘাঁটি ‘বানৌজা ঈসা খান’কে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন। নৌ-সদস্যদের প্রশিক্ষণ ও বিভিন্ন কাজের স্বীকৃতি হিসেবে এ ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেওয়া হয়।
খুব দ্রুতই নৌবাহিনীতে দুটি সাবমেরিন যুক্ত হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের ৭১০ কিলোমিটার উপকূল এলাকায় প্রায় তিন কোটি মানুষ জীবিকার জন্য সমুদ্রের ওপর নির্ভরশীল। তাই নৌবাহিনীর সদস্যরা প্রতিকূলতা মোকাবিলা করে সমুদ্র নিরাপত্তায় এগিয়ে আসছে। যার স্বীকৃতি হিসেবে এ বছর নৌবাহিনী পেয়েছে স্বাধীনতা পুরস্কার। দেশের বিশাল সমুদ্র অঞ্চলে মাছ, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ রক্ষা ও আহরণের জন্য নৌবাহিনীকে শক্তিশালী করার বিকল্প নেই বলেও মনে করেন রাষ্ট্রপতি।
এর আগে রাষ্ট্রপতি চট্টগ্রামের বানৌজা ঈসা খান ঘাঁটিতে পৌঁছালে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ তাঁকে স্বাগত জানান। পরে নৌবাহিনীর একটি চৌকস দল ঈসা খান প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, সেনা ও বিমানবাহিনীর প্রধান, কূটনীতিক ও আঞ্চলিক নৌ-কমান্ডার উপস্থিত ছিলেন।
নৌবাহিনীতে নৌবহর বৃদ্ধির পাশাপাশি বাহিনীর নিজস্ব বিমান ও সাবমেরিন ঘাঁটিসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান রাষ্ট্রপতি।