টঙ্গীতে পিস্তলসহ আটক ২

গাজীপুর টঙ্গীতে গুলিভর্তি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন-টাঙ্গাইলের রাসেল (২৫) ও নরসিংদীর দিপু (২৪)।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র দাস জানান, ওই দুই যুবক গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটর দিকে টঙ্গীর পাগার পিয়ালী মার্কেট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছেন, এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা গুলি ছুঁড়ে পালানোর সময় এলাকাবাসীর সহায়তায় তাঁদের আটক করে এবং রাসেলের দেহ তল্লাশি করে তিনটি গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়। টঙ্গী থানায় তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং আরো অস্ত্র উদ্ধারে তাঁদের জিজ্ঞাসাবাদ ও তাঁদের নিয়ে অভিযান অব্যাহত রয়েছে।