শ্রীপুরে হামলায় বন কর্মকর্তাসহ আহত ৪

গাজীপুরের শ্রীপুরে বনের জায়গায় স্থাপনা করতে বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছেন বন বিট কর্মকর্তাসহ চারজন।
আজ মঙ্গলবার শ্রীপুরের বৈরাগীরচালা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
শ্রীপুরের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, বনের খাস জমি দখল করে রাতে বাড়ি নির্মাণের কাজ করছে স্থানীয় জহিরুল ইসলাম। আজ বন বিভাগের লোকজন ওই জায়গা উদ্ধার করতে যায়। এ সময় জহিরুল ইসলামের লোকজন লাঠিসোটা নিয়ে বন বিভাগের লোকজনের ওপর হামলা চালায়। এতে শ্রীপুর সদর বিট কর্মকর্তা রফিকুল ইসলাম (৩৫), বন প্রহরী আনোয়ার হোসেন (৫০), আজাহারুল হক (৪৫), সাজেদুর রহমান (৩৫) ও জাহাঙ্গীর আলম (৩৫) আহত হন। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে জহিরুল ইসলাম জানান, প্রায় দুই যুগ ধরে তিনি ওই জায়গায় বসবাস করছেন। জমির খাজনা পরিশোধ করা আছে। জমিতে একটি নড়বড়ে খুঁটির মজবুত করার সময় বন বিভাগের লোকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে জানান।