মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রথম বিদেশ সফর

ভারতের সড়ক পরিবহন ও জনপথমন্ত্রী নিতিন গড়কড়ির আমন্ত্রণে চারদিনের সফরে ভারতে গেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ২০ মে পর্যন্ত ভারত সফর করবেন। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
আর গত সাড়ে তিন বছরে এটাই তার প্রথম কোনো বিদেশ সফর। এই প্রথম বিদেশ সফরের কথা জানিয়েছেন মন্ত্রী নিজেই। গতকাল শনিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওবায়দুল কাদের স্ট্যাটাস দেন, ‘ভারতের পরিবহন ও জনপথ মন্ত্রী নিতিন গড়কড়ির আমন্ত্রণে চারদিনের সফরে আমি এখন ভারতে। গত সাড়ে তিন বছরে এটাই আমার প্রথম কোনো বিদেশ সফর।’
বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের এক বছর চার মাস পার করলেও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হিসেবে তিনি সাড়ে তিন বছর পার করেছেন।
আওয়ামী লীগ সরকারের গত মেয়াদের শেষ দিকে তিনি যোগাযোগ ও রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুরঞ্জিত সেনগুপ্ত একটি অর্থ কেলেঙ্কারির পরে পদত্যাগ করলে মন্ত্রিত্ব দেওয়া হয় ওবায়দুল কাদেরকে।
এরপর ৫ জানুয়ারির নির্বাচনের পর শেখ হাসিনার টানা দ্বিতীয় মেয়াদের সরকারে তিনি আবারও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব পান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে ইউএনবি জানায়, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের আগে দুই দেশের মধ্যে সড়ক অবকাঠামো সংক্রান্ত নানা বিষয় ও দুটি বাস সার্ভিস বিষয়গুলো চূড়ান্ত করতেই ভারত গেছেন ওবায়দুল কাদের।
নরেন্দ্র মোদির সফরে ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি ও কলকাতা-ঢাকা-আগরতলা সরাসরি বাস চলাচল সংক্রান্ত দুটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশুগঞ্জ বন্দর থেকে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীতকরণ এবং ফেনী নদীর ওপর সেতু নির্মাণসহ ফেনী-বেলুনিয়া-সাবরুম-রামগড় সড়ক নির্মাণকাজ উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।