বিএনপি নেতাদের মুক্তি দাবি আসাদুজ্জামান রিপনের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/05/17/photo-1431862521.jpg)
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাগারে আটক নেতাদের মুক্তি দাবি করেছেন দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ দাবি জানান।
রিপন প্রশ্ন রেখে বলেন, ‘সরকার কি চায় নাসির উদ্দিন পিন্টুর মতো বিএনপি নেতাদের অবস্থা হোক? কারাগারে তারা উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না।’ তিনি বলেন, ‘নেতারা বাইরে বিশেষজ্ঞদের ওষুধ সেবনে অভ্যস্ত ছিলেন। এখন কারাগারে যে ওষুধ দেওয়া হয়, তা তাঁদের রোগ নিরাময়ে কাজে লাগে না।’ নেতাদের মুক্তি দাবি করে তিনি সরকারের প্রতি মানবিক আবেদন জানান।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘সরকার এখন কোনো চাপে নেই। এখন তাদের মুক্তি দেওয়া যেতে পারে।’