গাজীপুরে সাড়ে ১২শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসাবাড়িতে নেওয়া সাড়ে ১২শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হযেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনের ম্যানেজার প্রকৌশলী সুরুজ আলম জানান, চন্দ্রা এলাকায় পলানপাড়া ও মণ্ডলপাড়ার স্থানীয়রা অবৈধভাবে নিজেরাই পাইপ দিয়ে সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে গ্যাস ব্যবহার করে আসছিলেন। খবর পেয়ে আজ এসব এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে স্থাপন করা প্রায় এক কিলোমিটার পাইপ উত্তোলন ও রাইজার খুলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয় বলেও জানান সুরুজ আলম।
এর আগে ওই এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ নিজ উদ্যোগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য মাইকিং করে। কিন্তু তার পরও এলাকাবাসী সংযোগ বিচ্ছিন্ন না করায় আজ অভিযান চালিয়ে অবৈধ সব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।