বাসের ধাক্কায় ৪ জেএসসি পরীক্ষার্থী আহত

গাজীপুরে আজ বৃহস্পতিবার দুপুরে বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী চার জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আহতরা সবাই স্থানীয় গাছা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আল মামুন জানান, জেএসসি পরীক্ষা দিয়ে আজ দুপুরে একটি অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিল স্থানীয় গাছা উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রী। তারা ঢাকা-ময়মনসিংহ মহাড়কের গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার তারগাছ এলাকায় পৌঁছালে কোনাবাড়িগামী আজমেরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশারোহী ওই চার ছাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়।
আহতরা হলো গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকার রানী দাস, রুবাইয়া আক্তার, শ্রাবন্তি রানী ও তনিমা। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে প্রায় ২০ মিনিট পর যান চলাচল শুরু হয়। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করেছে।