পাবনা টেক্সটাইল কলেজের ছাত্রকে অপহরণ, সড়ক অবরোধ

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র রাতুল ইসলামকে অপহরণ করার প্রতিবাদে পাবনা-ঈশ্বরদী-ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা পরে রাতুল মুক্তি পেলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আজ রোববার এই ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র রাতুলকে বহিরাগতরা আজ রোববার দুপুর আড়াইটার দিকে কলেজ ক্যাম্পাস থেকে অপহরণ করে নিয়ে যায়। প্রতিবাদে শিক্ষার্থীরা পাবনা-ঈশ্বরদী-ঢাকা বাইপাস সড়কে আগুন জ্বালিয়ে ও বাঁশ ফেলে অবরোধ করে রাখে। প্রায় এক ঘণ্টা পর অপহরণকারীরা রাতুলকে কলেজ ক্যাম্পাসের অদূরে ছেড়ে দেয়। এ সময় অপহরণকারীকে চিহ্নিত করা নিয়ে শিক্ষার্থীরা পুলিশের সাথে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে গিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে কলেজ কর্তৃপক্ষ এসে পরিস্থিতি শান্ত করে।