চুয়াডাঙ্গায় মসলা কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড

চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় এলাকায় ভেজাল মসলা কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মণ্ডল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় কারখানা মালিক দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার রবিউল ইসলাম (৫৫), তাঁর ছেলে রনি ইসলাম (৩০) এবং কর্মচারী পৌর এলাকার সাতগাড়ি গ্রামের হাফিজুর রহমানকে (২৫) তিন মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানা থেকে ২৬ বস্তা (৮৫৬ কেজি) পচা মরিচ, ৪৫০ কেজি চালের গুঁড়া, ও কৃত্রিম রং উদ্ধার করা হয়। পরে এগুলো কারখানা চত্বরেই কেরোসিন ঢেলে নষ্ট করা হয়।
অভিযানকালে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা মার্কেটিং অফিসার শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।