বিএনপির দুই নেতা জানালেন
ইসি পুনর্গঠনে খালেদা জিয়ার প্রস্তাব শিগগিরই

রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : এনটিভি
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের বিষয়ে খুব শিগগির ২০-দলীয় জোটের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন।
আজ শুক্রবার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, ‘আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না, তার প্রথম ধাপ হলো নির্বাচন কমিশন কীভাবে গঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের বিষয়ে জনগণের হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে নিরপেক্ষ লোকদের নিয়ে কমিশন গঠন করতে হবে।’
স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় আমীর খসরু বলেন, ‘বাংলাদেশি জনগণের ভোট নিশ্চিত করার জন্য ভোট প্রয়োগের মাধ্যমে যেটা নির্বাচনে প্রতিফলন ঘটবে, প্রতিনিধিত্বশীল একটি সংসদ ও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একটি প্রস্তাব বিএনপির পক্ষ থেকে অতিসত্বর দেওয়া হবে।’