সরকার নাসিরনগরে হামলার দায় এড়াতে পারে না : নজরুল ইসলাম

সরকার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলার ঘটনার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, যাঁরাই ঘটনাস্থলে গেছেন তাঁরাই প্রশাসনকে দায়ী করেছেন।
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ছাত্রদল ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম এ কথা বলেন।
বিএনপি নেতা অভিযোগ করেন, দেশে আজ গণতন্ত্র অবরুদ্ধ। অবাধ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনার পুনরাবৃত্তি রোধে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।
নজরুল ইসলাম বলেন, ‘আমরা মনে করি যারাই এই কাজটি করেছে, তারা অপরাধ করেছে। তাদের শাস্তি হওয়া উচিত এবং আমরা দেখতে পাচ্ছি যারা সেখানে যাচ্ছে তারা বলছে, প্রশাসন এর জন্য দায়ী। কারণ প্রশাসন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করে নাই। এই প্রশাসন কার? সরকারের। ইতিমধ্যে যাদের অভিযোগ করে দল থেকে বহিষ্কার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই আওয়ামী লীগের। কিন্তু অভিযোগ কার বিরুদ্ধে? বিএনপির। এ রকম রসিকতা দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে না।’
গত ২৮ অক্টোবর (শুক্রবার) নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস নামের এক যুবক পবিত্র কাবাঘরের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করেন বলে অভিযোগ পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে শনিবার দিনভর নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে। এ অবস্থায় পরদিন রোববার উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ চলাকালে সদরের কয়েকটি মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা হয়।
ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত কাজল দত্ত ও নির্মল দত্ত বাদী হয়ে গত সোমবার নাসিরনগর থানায় দুটি মামলা করেন। স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পুলিশ সদর দপ্তরের উদ্যোগে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে।
নাসিরনগরে মন্দির ও বাসাবাড়িতে হামলার ঘটনায় শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়। তিন নেতা হলেন নাসিরনগরের হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহম্মেদ, চাপড়তলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী ও উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক আবুল হাশেম।