যুদ্ধাপরাধীদের সম্পদ অচিরেই বাজেয়াপ্ত করা হবে

যুদ্ধাপরাধীদের সম্পদ অচিরেই বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।
আজ শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী বাজারে কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে মোজাম্মেল হক এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, যুদ্ধাপরাধীদের দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।
কালিয়াকৈর উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোসাম্মৎ উম্মে কুলসুম স্মৃতি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, মোসাম্মৎ নার্গিস আক্তার, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মো. সামসুল হক রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সানোয়ার হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাছিম কবীর ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার।