ঝালকাঠিতে জঙ্গিবাদবিরোধী বৈঠক অনুষ্ঠিত

ঝালকাঠিতে ‘জঙ্গিবাদ নির্মূল ও জঙ্গি-সঙ্গী বর্জন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার রাতে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ বৈঠকের আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল হাই মাহবুব ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির গোলটেবিল বৈঠকে বিশেষ আলোচক ছিলেন।
জেলা জাসদের সভাপতি সুকোমল ওঝা দোলনের সভাপতিত্বে বৈঠকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ এম আলাউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আল কাইউম বাবলু বক্তব্য দেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, এনজিও কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর দল বিএনপিকে জঙ্গিবাদের সমর্থনকারী, উৎপাদন ও পুনরুৎপাদনকারী, আশ্রয়-প্রশ্রয়কারী ও রক্ষাকারী হিসেবে আখ্যায়িত করা হয়। এ ছাড়া বিএনপিকে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বর্জন ও তাদের বিচার দাবি করা হয়।