রায় জালিয়াতির মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

উচ্চ আদালতের রায় জালিয়াতির অভিযোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক শুকুর আলীকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
রায় জালিয়াতি করে মেলা চালানোর অভিযোগে দায়ের করা মামলায় সদর থানার পুলিশ গতকাল শনিবার দিবাগত রাতে শুকুরকে তিতুদহের গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, জেলা প্রশাসক ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সদর উপজেলার গড়াইটুপি মেলা পরিচালনার অনুমতি দেন। পরবর্তীতে উচ্চ আদালতের ভুয়া আদেশ দেখিয়ে ৯ আগস্ট থেকে দুই মাস মেলা চালানোর চেষ্টা করেন শুকুর।
ওই ঘটনা জানাজানি হলে সদর থানার পক্ষ থেকে একটি মামলা করা হয়। মামলায় শুকুর আলীসহ অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়। মামলার পর থেকে শুকুর আলী পলাতক ছিলেন।
শনিবার দিবাগত রাতে শুকুর বাড়ি এলে সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।