ঝালকাঠিতে বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে জখম

ঝালকাঠির নলছিটিতে বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ রোববার নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আবদুল মন্নান হাওলাদার (৬০) ও তাঁর স্ত্রী রওশনারা বেগম (৫৫)। আহতদের গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মন্নান হাওলাদারের ছেলে মিজানুর রহমান সম্প্রতি কামদেবপুর গ্রামের লতিফ মোল্লা, পারভিন বেগম ও রেকসোনা বেগমের কাছ থেকে ৬৪ শতাংশ জমি এক লাখ ছয় হাজার টাকায় কেনেন। জমিটি তিনি বিক্রেতাদের কাছ থেকে নলছিটি সাবরেজিস্ট্রি কার্যালয়ে এসে দলিল করে নেন। দলিল সম্পন্ন করার পর মিজানুর রহমান চট্টগামে তাঁর কর্মস্থলে ফিরে যান।
আহতদের পরিবারের অভিযোগ, জমি কেনার অপরাধে মন্নান ও রওশনারাকে হুমকি দেন প্রতিবেশী আদম আলী, তাঁর জামাতা মো. মুনসুর, চাচাতো ভাই নূর আলম হাওলাদার ও তাঁর ছেলে আবু হাওলাদার ও আরিফ হাওলাদার। তাদের দাবি একই জমি লতিফ মোল্লার কাছ থেকে তাঁরাও কিনেছেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আব্দুল মন্নান ও তাঁর স্ত্রী রওশনারা বেগম ঘরের ভেতরে বসা ছিলেন। এ সময় রামদা বগি দা ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে হামলা করে দুর্বৃত্তরা। তারা বৃদ্ধ স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহত করে। হামলাকারীরা ওই বসতঘরের কিছু অংশ ভাঙচুর করে এবং মালামাল নিয়ে যায়। আহতদের প্রতিবেশী সুলতানা বেগম উভয়কে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
প্রতিবেশী সুলতানা বেগম বলেন, ‘সকালে ১২ জন মিলে আব্দুল মন্নান হাওলাদারের বাড়িতে হামলা চালায়। বৃদ্ধ দুজনকে তারা কুপিয়ে আহত করে। বসতঘরেও হামলা ভাঙচুর করে। আমি ও কয়েকজন মিলে আহতদের উদ্ধার করে গাড়িযোগে বরিশাল নিয়ে আসি। তাঁরা মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়েছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহামুদ বলেন, ‘ঘটনা শুনেছি। আহতদের বরিশাল নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে ঘটনার পর বৃদ্ধ দম্পতিকে হুমকিদাতা আদম আলী ও তাঁর স্বজনদের খুঁজে পাওয়া যাচ্ছে না।