গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি। ছবি : এনটিভি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে বিএনপি নেতা হান্নান মিয়া হান্নুর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি গাজীপুর মহানগরের শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এতে গাজীপুর পৌর বিএনপির সম্পাদক হান্নান মিয়া হান্নু বক্তব্য দেন।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন তালুকদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রায়হান আল মাহামুদ রানা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক খান জাহিদুল ইসলাম।
সমাবেশে নিরপেক্ষ নির্বাচনের জন্য সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন গঠনের দাবি জানানো হয়