গাজীপুরে কলেজশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরে কাজী আজিম উদ্দিন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আফসানা আক্তারের (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার রাতে জেলা শহরের উত্তর ছায়াবীথির হাক্কানি সোসাইটি এলাকায় ভাড়া করা ফ্ল্যাট থেকে আফসানার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
আফসানা আক্তার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার দরজাপাড়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে। ওই বাড়ির পঞ্চমতলার একটি ফ্ল্যাটে দুই ছাত্রীকে সঙ্গে নিয়ে প্রায় দুই বছর ধরে তিনি থাকতেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান জানান, প্রায় তিন বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট এলাকার গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মফিজ উদ্দিনকে (৫৫) ভালোবেসে গোপনে বিয়ে করেন আফসানা। মফিজ উদ্দিন শ্রীপুরের গাজীপুর এলাকার রইজ উদ্দিনের ছেলে। এটি মফিজ উদ্দিনের দ্বিতীয় বিয়ে। তাঁর আগের সংসারে স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।
দুই সন্তানকে নিয়ে মফিজ উদ্দিনের প্রথম স্ত্রী গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা ইসলামপুর এলাকার বাড়িতে থাকেন। গত ৮ মে মফিজ উদ্দিন ওই বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত হন।
গতকাল সোমবার রাতের খাবার খেয়ে আফসানা ঘুমিয়ে পড়েন। এ সময় তাঁর স্বামী ইসলামপুরের বাড়িতে ছিলেন। আজ সকালে ওই দুই শিক্ষার্থী ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এ সময় আফসানার কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে তারা তাঁকে ডাকাডাকি করে এবং মোবাইলে ফোন করে। কিন্তু আফসানার কোনো সাড়া না পেয়ে তারা কলেজে চলে যায়।
ছাত্রীরা দুপুরে কলেজ থেকে ফিরে এসেও দরজা বন্ধ দেখতে পেয়ে আবারো আফসানাকে ডাকাডাকি কন। অবশেষে প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। সংবাদ পেয়ে আফসানার স্বামী ও কলেজ শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে যান।
খবর পেয়ে রাতে জয়দেবপুর থানার পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় আফসানার ঝুলন্ত লাশ দেখতে পায়। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কাজী আজিম উদ্দিন কলেজের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান জানান, আজ সকাল ৯টার দিকে আফসানার একাদশ শ্রেণির ক্লাস নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি কলেজে অনুপস্থিত ছিলেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে পুলিশ দরজা ভেঙে ঘরের ভিতর থেকে সিলিং ফ্যানের সঙ্গে কলেজশিক্ষক আফসানার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তাঁর শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহতের গলায় ফাঁসির কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, মানসিক অশান্তির কারণে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।