গাজীপুরে দোকান থেকে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দোকান থেকে এক কাঠমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম নাসির শেখ (২৭)।
নাসিরের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার বড়কান্দি এলাকায়। পুলিশের ধারণা, স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিম হোসেন ও নিহত কাঠমিস্ত্রির স্ত্রী নাসরিন আক্তার জানান, উপজেলার পূর্বচান্দরা এলাকার এক বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়ায় থাকতেন নাসির। তিনি সিনাবহ বাজারের কাছে স্থানীয় আলাল উদ্দিন মাতাব্বরের ফার্নিচারের দোকানে কাজ করতেন।বুধবার রাতে মদ্যপান করে বাসায় যাওয়ায় স্ত্রীর সঙ্গে নাসিরের ঝগড়া হয়। একপর্যায়ে নাসির রাগ করে বাসা থেকে বেরিয়ে যান। রাতে তিনি আর বাসায় ফেরেননি।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার এলাকাবাসী দোকানের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো নাসিরের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে।