খুলনায় বিএনপির সম্মেলন স্থগিত

প্রকাশ্যে সম্মেলনের অনুমতি না পাওয়ায় সব সম্মেলন স্থগিত ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি। বৃহস্পতিবার সকালে মহানগরীর কেডি ঘোষ এলাকায় সংগঠনটির কার্যালয়ে এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল স্বাক্ষারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘খালিশপুর থানা নির্বাহী কমিটির সভায় হামলার হামলাকারী, সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের চরিত্রহনন, সম্মেলনকে বাধাগ্রস্ত করা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আগামী দুই সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে। না হলে খুলনা মহানগর বিএনপি আর সম্মেলনের উদ্যোগ নেবে না।’
সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, সত্য ও ন্যায়ের পথে যারা জীবনের সর্বোচ্চ মূল্য দিয়ে বিএনপির রাজনীতিকে প্রতিষ্ঠিত করেছেন তাদের ত্যাগ বৃথা যাবে না। জরুরি সভা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ত্যাগে গড়ে ওঠা খুলনা মহানগর বিএনপিকে কিছু চক্রান্তকারীর দুর্বৃত্তদের হাত থেকে রক্ষার আহ্বান জানানো হয়।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুরের সভাপতিত্বে ওই জরুরি সভায় উপস্থিত ছিলেন শেখ মোশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, শাহ জালাল বাবলু, রেহানা ঈসা, স ম আব্দুর রহমান, জাহিদুর রহমান, ফখরুল আলম, আইনজীবী ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, শেখ হাফিজুর রহমান, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, শফিকুল আলম তুহিন, শের আলম সান্টু, হাসিবুল হব বাবলা, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, মো. শাহজাহান, আব্দুর রহিম বক্স দুদু, জালু মিয়া, আশফাকুর রহমান কাকন, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন তোতন, সাজ্জাদ আহসান পরাগ, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, একরামুল কবির মিল্টন, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ মিরাজ, হাসান মেহেদী রিজভী, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, নাজির উদ্দীন নান্নু, ইমাম হোসেন, মজিবুর রহমান ফয়েজ, তরিকুল্লাহ খান, জালাল শরীফ, মীর কবির, হাফিজুর রহমান মনি, শমসের আলী মিন্টু, জহর মীর, এড. মোহাম্মাদ আলী বাবু, বদরুল আনাম, এইচ এম সালেক, মোহাম্মদ আলী, আফসার মাস্টার, হাসান উল্লাহ বুলবুল, জামাল উদ্দীন, জামিরুল ইসলাম, আব্দুল হালিম, মেজবাহ উদ্দীন মিজু, রবিউল ইসলাম রবি, মহিদুল ইসলাম খোকন, আবজাল হোসেন পিয়াস, মহিউদ্দিন টারজান, আনিছুর রহমান আরজু, সাইদ শেখ, জাহিদুল ইসলাম টিটু, মোল্লা ফরিদ, মোস্তফা কামাল, ইমতিয়াজ আলম বাবু, নাসির খান, আ. আলিম, আসলাম হোসেন, জিএম রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান পিয়ারু, আব্দুর রহমান, সাইমুন ইসলাম রাজ্জাক প্রমুখ।