নিলক্ষায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইউনিয়নটির বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে আবার সংঘর্ষের আশঙ্কায় আজ শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
এরই পরিপ্রেক্ষিতে রাতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এই বিষয়ে গ্রামবাসীকে সতর্ক করা হয়েছে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মতিন বলেন, দুই পক্ষের সংঘর্ষে সোমবার চারজন নিহত হওয়ার পর পুলিশ এলাকাটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর পরিস্থিতির উন্নতি হতে থাকে। কিন্তু গতকাল থেকে আবার সংঘর্ষের আশঙ্কা করা হয়। জেলা প্রশাসন পুলিশের কাছ থেকে এমন আশঙ্কার কথা জানার পর ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।
পরিবেশ ঠিকঠাক না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে এবং এই সময় পর্যন্ত নিলক্ষায় একসঙ্গে চারজনের বেশি মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে জনসাধারণকে টেটা ও লাঠিসোটা নিয়ে সংঘাতে না জড়ানোর আহ্বান জানানো হয়।
নির্বাচনী বিরোধ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ১০ নভেম্বর থেকে নিলক্ষা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। গত সোমবার সংঘর্ষে আবদুল হক পক্ষের শাহজাহান মিয়া, মানিক মিয়া, মামুন মিয়া ও খোকন মিয়া নিহত হন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে এখন পর্যন্ত তিনটি মামলা করলেও নিহত ব্যক্তির স্বজনরা মামলা করেননি।