গাজীপুরে আনসার সদস্যের বাড়িতে মাদকসেবীদের হামলা

মাদক সেবনে বাধা দেওয়ায় একদল সন্ত্রাসী গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আনসার বাহিনীর দুই সদস্যের বাড়ি ও দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে।
এ সময় হামলাকারী দুই মাদকসেবীকে পিটুনির পর পুলিশে দিয়েছে এলাকাবাসী। আজ সোমবার ওই দুই হামলাকারীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীরা অচেতন থাকায় তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকায় আনসার বাহিনীর সদস্য আবুল বাশারের বাড়ির সামনে রোববার রাতে সাদ্দাম, হানিফ ও আরফান নামের তিন যুবক মাদক সেবন করছিল। এ সময় অশালীন ভাষায় চেচামেচি ও অঙ্গভঙ্গি করছিল তারা। বাশারের ছেলে মনির হোসেন ওই মাদকসেবীদের এ ধরনের কার্যকলাপে বাধা দেয়। এতে মনিরের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে মাদকসেবীরা চলে যায়।
এ ঘটনার জের ধরে সোমবার দুপুরে হানিফের নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত রাম দা ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে আবুল বাশারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় স্থানীয়রা তাদের বাধা দিলে হামলাকারীরা পাশের অপর এক আনসার সদস্য আলমগীর হোসেনের বাড়িতে ও দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করতে থাকে। একপর্যায়ে এলাকাবাসী ঘেরাও দিয়ে হামলাকারী দলের দুজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। পরে আটক দুজনকে পিটুনি দেয় ক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে এসে ওই দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে টাঙ্গাইলের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া জানান, হাবিবপুর এলাকায় দুই ব্যক্তির বাড়িতে হামলা ও লুটপাটের সময় এলাকাবাসী দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছে। এতে গুরুতর আহতাবস্থায় হামলাকারী ওই দুজনকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।