কাশিমপুরে সাইফুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুরে সাইফুল হত্যা মামলার প্রধান আসামি মনির হোসেন। ছবি : এনটিভি
গাজীপুরের কাশিমপুরে সাইফুল হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের এ কথা জানান।
গ্রেপ্তার হওয়া আসামির নাম মনির হোসেন। তাঁর বাড়ি কালাকুর গ্রামে।
পুলিশ সুপার জানান, গত বছরের ২৮ জুন কাশিমপুরের সুরাবাড়ী গ্রামের নাভানা হাউজিং এলাকায় একটি বিল থেকে সাইফুলের হাত-পা বাঁধা অবস্থায় ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পরে সাইফুলের ভাই রুবেল বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ গতকাল রাতে মূল হোতা মনির হোসেনকে গ্রেপ্তার করে।
মনির জানান, শত্রুতার জেরে সাইফুলকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর এলাকায় নিয়ে আসেন মনির। তাঁকে ফুসলিয়ে বিলে বেড়াতে নিয়ে যান। সেখানে গিয়ে হাত-পা বেঁধে পানিতে ফেলে সাইফুলের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান তিনি।