গাজীপুরে আহত পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ক্রিকেট ব্যাটের আঘাতে আহত হওয়ার দুদিন পর পোশাক শ্রমিক শুকুর মিয়া (৪৫) মারা গেছেন। গতকাল সোমবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত শুকুর মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খলসী শাহপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে গাজীপুরের ওই এলাকার রিপন সিকদারের কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। সেখানকার ফারইস্ট নিট কম্পোজিট লিমিটেড কারখানায় লুডারম্যান হিসেবে কাজ করতেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আজ মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
নিহতের স্ত্রী শিউলী আক্তার জানান, বাড়ির মালিকের সঙ্গে কথা বলে বেশ কিছুদিন আগে বাসার পাশে কিছু লাউ গাছ রোপণ করে নেটের বেড়া পরিচর্যা করে আসছিল তাঁর ছেলে সুজন। পাশের বাড়ি আমিনুল সিকদারের বাড়ির ভাড়াটিয়া দুলাল ওরফে দুদু মিয়ার পরিবারের লোকজন ওই লাউগাছ নষ্ট করে লাকড়ি ফেলে রাখে। এ ঘটনায় গত শনিবার বিকেলে দুই বাড়ির ভাড়াটিয়ার সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুদু মিয়ার স্ত্রী পেয়ারা বেগম, ছেলে উজ্জ্বল হোসেন, ছেলের বউ লিমা আক্তার, জুয়েল হোসেন ও আকাশ সুজনকে মারধর করতে থাকে। শুকুর মিয়া কারখানা থেকে এসে এ ঘটনা দেখতে পেয়ে তাদের বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে শুকুরকে মারধর করে। উজ্জ্বল হঠাৎ ক্রিকেট খেলার ব্যাট দিয়ে শুকুরের মাথায় আঘাত করে। এতে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে মারা যান।
এ ঘটনায় শনিবার রাতে শিউলী বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ উজ্জ্বল হোসেনকে (২২) রাতেই গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোতালেব মিয়া জানান, এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন শুধু মামলার সঙ্গে ৩০২ ধারা সংযোজন করা হবে।