জামালপুর জেলা বিএনপির সম্মেলন শনিবার
দীর্ঘ ছয় বছর পর আগামী ২৬ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হচ্ছে জামালপুর জেলা বিএনপির সম্মেলন। জামালপুর সিংহজানি হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের উদ্বোধন করবেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. আবদুল কাইয়ুম। সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
এ ছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আবদুল হালিম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, কেন্দ্রীয় কমিটির সহ-জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সিরাজুল হক, এম. রশিদুজ্জামান মিল্লাত, সুলতান মাহমুদ বাবু, শাহিদা আক্তার রীতা, শামসুজ্জামান মেহেদী।
সম্মেলন অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এ সময় আরো জানানো হয়, সম্মেলনে এক হাজার ৪১৪ জন কাউন্সিলর ভোট দেবেন।
এদিকে উৎসবমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক আ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন প্রমুখ।
জামালপুর জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১০ সালের নভেম্বরে।