লঞ্চের কেবিন থেকে মিলল তরুণীর লাশ

ঝালকাঠিতে সুন্দরবন-৬ লঞ্চের একটি কেবিন থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঝালকাঠিগামী সুন্দরবন-৬ লঞ্চে সদরঘাট থেকে দুজন পুরুষ ছয় মাসের এক শিশুসহ ওই নারীকে নিয়ে লঞ্চের দ্বিতীয় তলায় মাস্টার কেবিন ভাড়া করে ওঠেন। সকালে লঞ্চটি ঘাটে নোঙর ফেললেও দুপুর ১২টা পর্যন্ত কেবিনটি তালাবদ্ধ ছিল। বিষয়টি নিয়ে কেবিন বয়দের সন্দেহ হলে তারা লঞ্চের অন্য কর্মকর্তাদের জানায়। পরে লঞ্চ কর্তৃপক্ষ কেবিনে এসে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তালা খুলে কেবিন থেকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করে। এ সময় কেবিনে অন্য কাউকে পাওয়া যায়নি।
ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে শিশুটিকে নিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে হত্যাকারীরা পালিয়েছে বলে পুলিশের ধারণা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, এ ঘটনার খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রকিব ও সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম মাহামুদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম তালুকদার বলেন, শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।