চার নৌকা রোহিঙ্গা ফেরত পাঠাল বিজিবি

পুরোনো ছবি
মিয়ানমার থেকে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় চার নৌকা রোহিঙ্গা নাগরিককে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার ভোর পর্যন্ত এদের মিয়ানমারের দিকে ফেরত পাঠানো হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ সাংবাদিকদের জানান, গত সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত টেকনাফের নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে চারটি রোহিঙ্গা বোঝাই নৌকা ফেরত পাঠানো হয়েছে। এসব পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা ছোট ছোট নৌকা নিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহলদল তাদের প্রতিহত করলে তারা মিয়ানমারের দিকে ফিরে যায়। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা নাগরিক ছিল বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় এক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।