দিনে জিহাদ আর রাতে সখ্যতা, চলবে না : ডিআইজি

পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মুহাম্মদ মারুফ হাসান পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, দিনের বেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে রাতের বেলায় মাদক বিক্রেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলবেন, এটা চলতে দেওয়া যাবে না। মাদকের পক্ষে যারা থাকবে, তাদের ছাড় দেওয়া হবে না।
পুলিশের দ্বারা কোনো নিরাপধার ব্যক্তি যদি হয়রানির শিকার হয় তাহলে ওই পুলিশ কর্মকর্তাকে আইনের আওতায় এনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন ডিআইজি।
আজ রোববার দুপুরে ঝালকাঠি পুলিশ লাইন্সে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা শেখ মুহাম্মদ মারুফ হাসান।
ডিআইজি বলেন, স্বাধীনতাবিরোধী চক্র এখনো ঘাপটি মেরে আছে। তারা চাইছে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। তাদের প্রতি জনগণকে সোচ্চার হতে হবে।
জনপ্রতিনিধিদের উদ্দেশে ডিআইজি বলেন, আপনারা আসামিদের পক্ষ নিয়ে তাদের ছাড়ানোর জন্য থানায় আসবেন না। পুলিশের সঙ্গে টাকা-পয়সা নিয়ে দেন-দরবার করবেন না। তাহলেই জনগণ পুলিশের কাছ থেকে প্রকৃত সেবা পাবে।
ঝালকাঠির পুলিশ সুপার মো. জুবায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আব্দুর রহিম, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, মহিলা কলেজের অধ্যক্ষ বিমল চক্রবর্তী, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, নলছিটি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার।
মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।