দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন ধর্মঘট চতুর্থ দিনে

রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে আজ শুক্রবারও। চতুর্থ দিনের মতো চলা এ ধর্মঘটে আজ নতুন করে বিভাগের ১০ জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচলও বন্ধ হয়ে গেছে।
আজ শুক্রবার সকালে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসেনি বা ঢাকা থেকেও কোনো বাস খুলনায় যায়নি।
খুলনা মোটর বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুল গাফফার বিশ্বাস জানান, তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এই ধর্মঘট অব্যাহত থাকবে। পরিস্থিতির উন্নতি না হলে আগামী সোমবার থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে।
এদিকে, খুলনার সোনাডাঙ্গা থেকে যশোর হয়ে ঢাকামুখী কোনো বাস চলাচল না করলেও খুলনা থেকে মাওয়া হয়ে ঢাকার সঙ্গে বাস চলাচল অব্যাহত আছে।
গত সোমবার রাতে ফরিদপুরের মধুখালীতে এক বাসচালককে আটক এবং পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনার জের ধরে গত মঙ্গলবার বিকেল থেকে এ ধর্মঘট চলছে।